বরিশালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জরিমানা

বরিশালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জরিমানা

২০ December ২০২৫ Saturday ৬:০৫:১৫ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জরিমানা

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। পরে জরিমানা দিয়ে তারা মুক্তি পেয়েছেন। এ সময় দুইটি ড্রেজার ও দুইটি নৌযান জব্দ করা হয়।

শুক্রবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম।

জরিমানা দিয়ে মুক্ত হওয়ার চারজন হলেন- মো. জামাল হোসেন, জামাল শেখ, সুলতান হাওলাদার ও মো. সোহেল। তারা নৌযানগুলোর সুকানী।

সহকারী কমিশনার আজাহারুল ইসলাম বলেন, কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী অংশে এ অভিযান করা হয়। এ সময় নদী থেকে দুইটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দুইটি নৌযান ভর্তি করা হচ্ছিল। তখন চারজনকে আটক করা হয়।

সহকারী কমিশনার আরও বলেন, জব্দ করা নৌযানগুলি স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর ভবিষ্যতে বালু উত্তোলন না করার শর্তে ছেড়ে দেওয়া হবে।’’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts