ডেক্স রিপোর্ট • লালমাইয়ে মজুমদার ফাউন্ডেশন ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের যৌথ উদ্যােগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত লালমাই উপজেলা শানিচৌঁ মজুমদার বাড়ী প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ঢাকা ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট হসপিটালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সামিয়া এম কলি এর নেতৃত্বে ডাক্তরগন এ চিকিৎসা সেবা প্রদান করেন।
এম,ই,আর গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক বাংলাদেশী লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং নিউইয়র্কস্থ কিংস কাউন্টি হসপিটালের নিউরো বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আজম খান সরকারী কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাদেকুর রহমান মজুমদার, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান মজুমদার, সদস্য সচিব মুফতি মোঃ তোয়াহা।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক মোতালেব হোসেন সরকার, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির, ইন্জিনিয়ার জিয়াউর রহমান মজুমদার ও শরিফ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় চার শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়।


