| ১৯ December ২০২৫ Friday ১০:০৯:৩১ PM | |

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনসমূহ।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল–ঢাকা মহাসড়কের রামপট্টি এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণধিকার পরিষদের উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি হামলা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি রানা আহমেদ,বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার,জেলা যুব অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার।
উপজেলা গণঅধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সত্তার হাওলাদার,মোঃ সবুজ হোসেন তালুকদার,মোঃ জসিম উদ্দিন।
বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা মো. জাহিদুল ইসলাম রিয়াদ, মোঃ ইয়াসিন আরাফাত,ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


