পিরোজপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে কফিন মিছিল

পিরোজপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে কফিন মিছিল

১৯ December ২০২৫ Friday ৭:৩২:১২ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে কফিন মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কফিন মিছিল করেছে পিরোজপুরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস চত্বরে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা।

এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সিও অফিস চত্বর। সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

মিছিলে ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই দেশে হবে না’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মো. আল আমীন ও মাহবুবুল আলম নাঈম, পিরোজপুর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক শাহ্ নেওয়াজ অভি, জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, পিরোজপুর পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিব হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মইন আহমেদ প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts