| ১৯ December ২০২৫ Friday ১০:২০:২১ PM | |
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠি নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার তুহিন মিত্র উপজেলার সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে (আড়াইটার দিকে)ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল তাকে উপজেলার সেওতা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার তুহিন মিত্র উপজেলার সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে।
নলছিটি থানার ওসি(তদন্ত) মো. আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার তুহিন মিত্রের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা থাকতে পারে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


