ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান শরীফ বিন হাদি হত্যা কাণ্ডের প্রতিবাদে সিলেটে এনসিপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলটি শুরু হয়।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তি এবং সর্বস্তরের সিলেটের এনসিপির নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলও সমাবেশে মানুষের ঢল নামে।
সমাবেশের আগে নেতাকর্মীরা ঐতিহাসিক দরগা মসজিদে জুমার নামাজ আদায় শেষে উসমান হাদি’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি উত্থাপন করেন। তারা শহীদ শরীফ ওসমান হাদি’র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
এছাড়া বক্তারা বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের যারা বর্তমানে ভারতে অবস্থান করছে, তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তন ঘটিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয় এবং সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে তাদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যর্থতার দায় তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি এসব দাবির বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া করা হয়।


