নলছিটিতে আ.লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নলছিটিতে আ.লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮ December ২০২৫ Thursday ৮:১১:২০ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে আ.লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাসান বিশ্বাস। অপরজন হলেন নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র।

পুলিশ জানায়, গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নলছিটি থানা পুলিশের একটি দল উপজেলার চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য হাসান বিশ্বাসকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপজেলার সেওতা গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা তুহিন মিত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তুহিন মিত্র সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে।

এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, গ্রেপ্তার হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া গ্রেপ্তার তুহিন মিত্রের বিরুদ্ধেও ঝালকাঠি থানায় মামলা থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts