সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশের রাষ্ট্র ক্ষমতায় সৎ ও ন্যায়পরায়ন লোকদের বসালে সমাজে কোন অশান্তি, অবিচার ও দূর্নীতি থাকবেনা।তাই জাতি আজ একতাবদ্ধ জাতীয় নির্বাচনে সৎ ও ন্যায়পরায়ন লোকদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে। তিনি আরো বলেন, আপনারা সবাই সজাগ থাকলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় কোন শক্তি ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোবারক পুরে দাঁড়িপাল্লার সমর্থনে গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
গ্রামের প্রবীন মুরব্বি ইয়াদুল্লাহর সভাপতিত্বে ও সাদীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক মিলনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার আহমদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল বাশার।
আরো বক্তব্য রাখেন, মিজানুর রহমান,সুমন মিয়া কাওছার,মনোহর আলী,ফখরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, সুফি মিয়া,মনোহর আলী, সাইফ উদ্দিন, ইমদাদুল হক ফয়েজী, আব্দুল মুমিন, জুনেদ মিয়া,বিকাশ বাবু, সাইফুর রহমান, গয়াস মিয়া, আব্দুর রুপ, সিরাজ মিয়া, কবুল মিয়া,সমছু মিয়া, ইমরান মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে একি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইব্রাহিম পুরে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


