| ১৭ December ২০২৫ Wednesday ৮:১৪:২০ PM | |
নিজস্ব প্রতিনিধি:

দফায় দফায় আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করছেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী শামিম ও তার পরিবার।
আজ বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়। কিন্তু থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে ফের ঘর নির্মাণের কাজ শুরু করে শামিমের পরিবার। একপর্যায়ে ঘটনাস্থলে সংবাদকর্মী পৌঁছলে ঘর নির্মাণের কাজ ফেলে রেখে পালিয়ে যায় কর্তব্যরত রাজমিস্ত্রীর দল।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য আকাশ বলেন, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী শামিম। কিন্তু বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় তাদের জমি রয়েছে। প্রতিবেশী হওয়ার সুবাদে শামিমের জমির সঙ্গেই আমাদের জমি রয়েছে। আমরা বাপদাদার আমল থেকে এখানে বসবাস করছি। প্রতিবেশী হওয়ার সুবাদে শামিমের সঙ্গে আমাদের বিরোধীয় সম্পত্তি নিয়ে আদালতে আমরা ৩টি মামলা দায়ের করেছি। আদালত বিরোধীয় সম্পত্তিতে কোনো রকমে আইনশৃঙ্খলা যেন ভঙ্গ না হয়, সেজন্যে নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে পুলিশ সদস্যরা ৪ দফায় ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্তু শামিম ও তার পরিবার ভাড়াটে কিছু লোকজন নিয়ে প্রকাশ্যে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য অপু বলেন, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও জিরো পয়েন্ট এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে শামিম। শামিম হাওলাদার স্থানীয় শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন ওরফে ফাডা শাহিন, দিনারের পুল এলাকার কবির, খোকন,জুলফিকার ও তাদের সাঙ্গপাঙ্গদের সহায়তায় এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ শামিম হাওলাদার বলেন, আমরা আদালতের নির্দেশ মেনে ঘর নির্মাণ কাজ আপাতত বন্ধ রেখেছি।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই অতনু বলেন, আদালতের নির্দেশ মোতাবেক বিরোধীয় সম্পত্তিতে কোনো রকমে আইনশৃঙ্খলা যেন ভঙ্গ না হয়, সেজন্যে শামিমের পরিবারকে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


