টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েটস বলেন, ‘আগামী কয়েক বছরে আমরা চ্যাটজিপিটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই, যা অনেকটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। ব্যবহারকারীরা সেখানে এসে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। লেখালেখির জন্য আলাদা অ্যাপ, প্রোগ্রামিংয়ের জন্য আলাদা অ্যাপ, পণ্য ও সেবার সঙ্গে যোগাযোগের জন্যও আলাদা অ্যাপ থাকবে।’
সূত্র: গ্যাজেটস ৩৬০


