হবিগঞ্জে মহান বিজয় দিবস ও গভীর রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবসের দিন সকালে হবিগঞ্জ–বানিয়াচং আঞ্চলিক সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামের বাসিন্দা তিন যুবক সকালে মোটরসাইকেলযোগে বানিয়াচংয়ে ঘুরতে বের হন। সকাল আনুমানিক ১১টার দিকে বানিয়াচং আঞ্চলিক সড়কের আতুকুড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি মিশুক গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শরীফ মিয়া (২৭) গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শরীফ মিয়া ছোট বহুলা গ্রামের শহীদ মিয়ার পুত্র। তার সঙ্গে থাকা ফাহাদ ও সুহেব গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
অপরদিকে, আরেকটি দুর্ঘটনা ঘটে সোমবার দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর মোঃ নাঈম আহমেদ (১৭) নিহত হন। তিনি বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মোঃ সজল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাঈম আহমেদ মোটরসাইকেলযোগে চলিতাতলা বাজার এলাকায় আসার সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাত ৪টার দিকে সিলেটের কাছাকাছি পৌঁছালে পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পুলিশ জানিয়েছে, উভয় দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


