সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে অতীতে দেশকে বিভক্তিতে রূপান্তর করা হয়েছিল। আজকের এই দিনে আমাদের সবাইকে সেই বিভক্তি থেকে বেরিয়ে এসে জুলাই বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে সৎ ও ন্যায়পরায়ণ লোকদেরকে জাতীয় নির্বাচনে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার সকালে ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে তাজপুরস্থ কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলীর সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাফির আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মুমিন, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমির জাহেদ আহমদ, বুরুঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামাল চৌধুরী, রেদোয়ান খান।

