ঘন কুয়াশায় ভারতের এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত – DesheBideshe

ঘন কুয়াশায় ভারতের এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত – DesheBideshe

ঘন কুয়াশায় ভারতের এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত – DesheBideshe

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর – ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সেখানে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এরপর সেখানে আগুন ধরে যায়।

ঘন কুয়াশার কারণে সামনে দেখতে না পাওয়ার কারণে এসব বাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের জ্যেষ্ঠ সুপাররিনটেনডেন্ট শোলক কুমার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হচ্ছে। এছাড়া গাড়িগুলো সরিয়ে সড়কটি খুলে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

যে ২৫ জন আহত হয়েছেন তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। দুর্ঘটনা কবলিত বাস ও গাড়ির যাত্রীদের সরকারি গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ ডিসেম্বর ২০২৫



Explore More Districts