আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

এস,এম মোস্তাফিজুর রহমান :: সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ
র‍্যালি করা হয়।

জাতীয় পতাকা,রংবেরঙের শো পতাকা ও টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে।

র‍্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আঃ সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটার প্রফেসর শাহজাহান,উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,মাওঃ আঃ ওয়াজেদ,পেশাজীবি সভাপতি মাওঃ আতাউর রহমান,বুধহাটা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম,কুল্যা চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী, বড়দল চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,শ্রীউলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান,আনুলিয়া চেয়ারম্যান প্রার্থী মাওঃ শহিদুল ইসলাম,প্রতাপনগর চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী মাওঃ আব্দুল হাই,ছাত্র শিবির সভাপতি ইয়াছিন আরাফাতসহ জামায়াতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির,শ্রমিক কল্যাণ ফেডারেশন,যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts