শুভশ্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডে তো কারিনা কাপুর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। নারী হয়েও নারীদের এভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?’
শুভশ্রী সব শেষে জানান, তিনি মানুষের আবেগ বুঝতে পারছেন। তাই প্রথম দিকে তাঁর দিকে আসা কটাক্ষের কারণ বুঝতে পারছিলেন। ‘আমাকে বলে মন হালকা হচ্ছে, এটাই ভাবছিলাম; কিন্তু কাল থেকে আমার বাচ্চাদের আক্রমণ করা শুরু হয়েছে। বলা হচ্ছে, ছোট বাচ্চা দুটিকে মেরে ফেলা হবে। আমি মা হিসেবে সেটি মেনে নেব না’, বলেন শুভশ্রী।
আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

