পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

১৫ December ২০২৫ Monday ৫:২২:৫৩ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তালতলায় আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এতে নিঃস্ব হয়ে গেছে ওই পাঁচ পরিবারের সদস্যরা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় তারতলায় নুরু ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নুরু ঢালীর টিনসেড ৪টি বসতঘড়ে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের আনার জন্য চেষ্টা  করে। পরে ফায়ার সার্ভিসের খবর দিলে পটুয়াখালী থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরমধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাঁচটি বসতঘর পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন: রিকশাচালক জাফর ও মামুন, অন্যের বাসায় কাজ করা শাহানাজ।

ক্ষতিগ্রস্তরা জানায়, সকালে সবাই ঘরে তালা দিয়ে যার যার কাজে চলে যান। বাসায় তাদের দীর্ঘদিনের সাজানো গোছানো স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ তারা নিঃস্ব হয়ে গেছেন। তাদের পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই রইল না।

বাড়ির মালিক নুর ঢালির স্ত্রী বলেন, ‘আমি অনেক কষ্ট করে পাঁচটি ঘর তুলে ভাড়া দিয়েছি। যা দিয়ে আমাদের সংসার চালাতাম। আজ আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts