ঝালকাঠিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১৫ December ২০২৫ Monday ৭:৪৪:৫২ PM
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বিকেলে শৌলজালিয়ার আব্দুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সুর্য্য মিলন খেলা ঘর যুব সংঘ ১-০ গোলে কাঠালিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন ঢাকা মহানগর দক্ষিনের তাতী দলের সদস্য সচিব মোঃ শামসুল হক সুমন। এ সময় কাঠালিয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, উপজেলা যুবদলের সাবেক সদস্যৗ সচিব মোঃ কিশোর মাহমুদসহ অনেকে। এ সময় বক্তারা বলেন ‘‘সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন চৌকস ক্রীড়া সংগঠক। তার হাত ধরে এ দেশে ক্রীড়া সেক্টরে ব্যপক উন্নয়ন হয়েছে। আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদল এ টুর্ণামেন্টের আয়েজন করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল সদর আসনে দায়িত্ব পালন করবেন যারা