সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মির্জারগাঁও গ্রামে ৫ তলা বিশিষ্ট জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে করা হয়েছে।
এ উপলক্ষে ভিত্তি স্থাপন পূর্ববর্তী এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া রহমানিয়া তাহিদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা শামসুদ্দোহা,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গৌছ খান, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন, সিলেট সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা বশির উদ্দিন, মিসবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল বাকী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিগন ও গ্রামের মুরব্বিয়ান স্থানীয় ওয়ার্ডের সাবেক, বর্তমান ইউপি সদস্যগনসহ সকল স্থরের জনতা।
পরে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন আগত অতিথিগন এবং মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শামসুদ্দোহা।শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন ক্বারী গোলাম কিবরিয়া।
পরে এক সংক্ষিপ্ত বার্তায় মসজিদের মোতাওয়াল্লী বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোনসহ সকল বিত্তশালীগনের প্রতি আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহায়তার হাত বাড়ানোর জন্য আহবান করেন।

