মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পূবাইলের তালটিয়া হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুলের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয়। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। দ্রুত আরোগ্য লাভ করে তিনি যেন আবার গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিতে পারেন—এ জন্য দোয়া করা হয়।
বক্তারা আরও জানান, ২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে ফিরবেন। সেইদিন অভূতপূর্ব গণজাগরণ ঘটবে বিমানবন্দরে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড ও সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নূর মোহাম্মদ নূর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক রাকিব হোসেন মোল্লা, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল , শাখাওয়াত হোসেন খান খোকন , প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৪২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ সিকদার, ৪২ ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, যুবদল নেতা সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল পূবাইল ইউনিয়ন মনসুর হোসেন মোল্লা, বিএনপি নেতা মামুন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন মোল্লা, বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা সহ বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত নেতা-কর্মীর অংশগ্রহণে এ আয়োজন পূবাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।



