খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা আটক – দৈনিক আজাদী

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা আটক – দৈনিক আজাদী

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের অপারেশন ডেভিড হান্ট ফেইজ-টু এর অভিযানে খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতা আটক হয়েছে।

শনিরার(১৩ ডিসেম্বর ) রাতে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা যুবলীগের ১ নং সদস্য বোরখান উদ্দিন চৌধুরী’কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব’কে শান্তি নগর থেকে, পৌর যুবলীগ নেতা মো: রুবেল’কে কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ কায় কিসলু জানান, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান,সাধারণ মানুষের জান-মাল রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেইজ-টু অপরেশন চলমান থাকবে।

Explore More Districts