“বাংলাদেশকে সত্যিকার অর্থে সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তির রাষ্ট্রে রূপান্তর করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের নেতৃত্বের বিকল্প নেই”— এমন মন্তব্য করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “এ দেশ মজলুম মানুষের। তাদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।”
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নে আয়োজিত ইউনিয়ন জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আমীর জামিরুল ইসলাম (বি.এস.সি)–এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী আকবর রনির সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে এলাকাজুড়ে কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী আরও বলেন,“জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য যত ধরনের নির্যাতন-নিপীড়ন সম্ভব—সবই করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু সত্যকে দমানো যায়নি। নির্যাতনের মধ্য দিয়েই আজ জামায়াত মানুষের বিশ্বাস, আশা ও আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। আমরা মায়া-মমতা, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গড়তে চাই।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা আবু হানিফ, মাওলানা আলী আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “অন্যায়-দুর্নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিয়ে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সম্মেলনের শেষাংশে নেতারা আধুনিক ও উন্নয়নমুখী ফরিদগঞ্জ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১২ ডিসেম্বর ২০২৫

