আগামী কাল রোববার সিলেটের অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না। ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ এবং লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ ১-এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোববার লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বেলা ১১টা পর্যন্ত সফল ১১ কেভি ফিডারের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম, লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, আংগুও মিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশের অংশ, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দ্বিতীয় পর্যায়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বড়বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ১১ কেভি ফিডারের আওতাধীন বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়া গলি, সৈয়দ মুগনি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রুপসা গলি, আঙ্গুর মিয়া গলি, মোল্লাপাড়া গলি, পাহাড়িকা, লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু করা হতে পারে এবং সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে।

