মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

৯ December ২০২৫ Tuesday ৫:১৬:৩০ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মঠবাড়িয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শামসুল হাসান খোকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান আবীর, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় হলো দুর্নীতি। তাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যক্তিগত পর্যায়ে শুদ্ধাচার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts