বাসাইল সখীপুরে উষ্ণতার বার্তা পৌঁছে দিচ্ছেন সালাউদ্দিন আলমগীর – News Tangail

বাসাইল সখীপুরে উষ্ণতার বার্তা পৌঁছে দিচ্ছেন সালাউদ্দিন আলমগীর – News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ উষ্ণতার বার্তা পৌঁছে দিচ্ছেন সালাউদ্দিন আলমগীর শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দানবীর সালাউদ্দিন আলমগীরের উদ্যোগে বাসাইল-সখীপুর এলাকায় ব্যাপক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৬ নভেম্বর সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রথম ধাপে কম্বল, টুপি ও সোয়েটার বিতরণের মাধ্যমে এই মহতী উদ্যোগের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে বাসাইল ও সখীপুরের বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

মোট ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি আজ ৮ ডিসেম্বর বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হয়েছে। শীতার্ত মানুষের হাতে উষ্ণতার উপহার তুলে দিয়ে সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন সালাউদ্দিন আলমগীর।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন এবং এই মহতী উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের উপস্থিতি ও সহায়তা কর্মসূচিকে আরও প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক করে তুলেছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষ শীতের তীব্রতা থেকে স্বস্তি পেয়েছে এবং উষ্ণতার ছোঁয়া অনুভব করেছে। সালাউদ্দিন আলমগীরের এ মানবিক কার্যক্রম এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts