যশোর শহরের নাজির শংকরপুর বেলের মাঠ এলাকা থেকে পাঁচটি ককটেল ও একটি বার্মিজ চাকুসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাত আটটার দিকে সেনা সদস্যদের সহযোগিতায় পুলিশের একটি টিম এ অভিযান চালায়।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঠপাড়া এলাকা থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। একই সময় নাজির শংকরপুর এলাকার হিরণের ছেলে নাঈম এবং চোপদারপাড়া আকবরের মোড় এলাকার শাহজাহানের ছেলে সাজুকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটক নাঈম ও সাজু জানান,সন্ধ্যার পর বালুরমাঠ এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে শংকরপুর হাজারীগেট এলাকার মিন্টুর ছেলে তানভীর সেখানে বসে ছিল। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তানভীর দৌড়ে পালিয়ে যায়। ককটেলগুলো তার ছিল বলে দাবি করে তারা। আটক দুই যুবকের ভাষ্য ককটেল সম্পর্কে তারা কিছুই জানত না; যৌথ বাহিনীর সদস্যরা ডাক দিলে তারা এগিয়ে যায় এবং পরে থানায় নেয়া হয়।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


