হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, তাঁদের বাসা টিনশেডের। ভোর সাড়ে চারটার দিকে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ সময় পরিবারের ছয়জন দগ্ধ হন। তাঁরা সবাই ঘুমিয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দগ্ধ ব্যক্তিরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।


