কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতের নাম রফিকুল ইসলাম রফি (৪০)। তিনি একই গ্রামের মৃত আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল স্থানীয় ওয়ার্ড মেম্বার সৈকেতের বাড়ির পাশে একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে রবজেল ও ইউসুফ নামে স্থানীয় দুইজনের পায়ে গুলি লাগে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে তিনজন এসে রফিকুলকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে।
পেশায় কৃষক হলেও রফিকুল স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে এলাকাবাসীর দাবি, কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দৈনিক কুষ্টিয়া’কে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Explore More Districts