জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোেট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে এছাড়া কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় বড়লেখা পৌরশহরের সাফরন রেস্টুরেন্ট আন্দোলনরত ৮ দলের ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় খেলাফত মজলিশ বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী এনামুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা নায়াবে আমীর ফয়সাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ইয়াহইয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন।
এছাড়া মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা নায়াবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও দক্ষিনভাগ ইউপি সভাপতি আব্দুস সামাদ, উলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মুফতি জিয়াউল হক, খেলাফত মজলিশের উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি ফয়ছল আলম স্বপন, ইসলামি যুব মজলিশ উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদী, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মুফতি শফিকুল ইসলাম সিদ্দিকী, সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদির, সহ সাধারন সম্পাদক আব্দুল বাছিত, উপদেষ্টা মাওলানা মমতাজ উদ্দিন ও মাওলানা জিয়া উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ সভাপতি সালেহ আহমদ, উপজেলা সেক্রেটারি জাফর আহমদ পাঠান।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ ডিসেম্বর শুক্রবার দুপর ২ ঘটিকায় বড়লেখা পৌরশহরে প্রচার মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত প্রচার মিছিল ও সমাবেশ বাস্তবায়ন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাছাড়া অন্দোলনরত ৮ দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়াবে আমীর ফয়সাল আহমদকে সমন্বয়ক ও খেলাফত মজলিশ বড়লেখা উপজেলা সেক্রেটারি ফয়ছল আলম স্বপনকে সহকারী সমন্বয়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


