
নয়াদিল্লি, ০৪ ডিসেম্বর – নজরদারি করা হবে এমন আশঙ্কায় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণির মানুষ ও প্রতিষ্ঠানের তীব্র প্রতিবাদের মুখে স্মার্টফোনের সমস্ত নতুন ডিভাইসে রাষ্ট্র পরিচালিত সাইবার নিরাপত্তা অ্যাপ প্রিলোড করার নির্দেশ প্রত্যাহার করেছে ভারত সরকার।
গত ২৮ নভেম্বর মোদি সরকারের পক্ষ থেকে অ্যাপল, স্যামসাং এবং শাওমিসহ বেশ কয়েকটি কোম্পানিকে তাদের নতুন স্মার্টফোনে ‘সঞ্চার সাথী’ নামের একটি অ্যাপ প্রিলোড করতে বলা হয়৷ একান্তে জানানো অনুরোধে আরেও বলা হয় অ্যাপটি যাতে ৯০ দিনের আগে ডিলিট করা না যায়৷
সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স৷ এরপর তীব্র প্রতিবাদ শুরু হলে সিদ্ধান্ত থেকে সরে আসে মোদি সরকার৷ গতকাল ভারতের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘‘সরকার মোবাইল নির্মাতাদের জন্য প্রি-ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে৷’’
উল্লেখ্য, মাত্র একদিন আগেও মোদি সরকারের একাধিক মন্ত্রী এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেছিলেন, অ্যাপটি কেবল চুরি যাওয়া ফোন ট্র্যাক এবং ব্লক করতে সহায়তা এবং অপব্যবহার রোধ করে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫




