চাঁদপুরে গলায় ভ্যানেটি ব্যাগ পেচিয়ে শিশুর মৃত্যু

চাঁদপুরে গলায় ভ্যানেটি ব্যাগ পেচিয়ে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধের গাঁও গ্রামে গলায় ভ্যানেটি ব্যাগ পেচিয়ে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, লোধেঁর গাঁও গ্রামের জুয়েল হোসেনের ২২ মাস বয়সী শিশু পুত্র জিসান একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ব্যাগটি কাঁধে নেয়ার অংশটি তার গলায় পেচিয়ে যায়। এতেই শিশুটির গলায় ফাঁস লেগে যায়। বিকাল ৩ টায় জিসানের পিতা জুয়েল হোসেন দ্রুত তার পুত্র সন্তানকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৪ ডিসেম্বর ২০২৫

Explore More Districts