জোড় ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু – Daily Gazipur Online

জোড় ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ দিনে ৬ জনের মৃত্যু হলো।  সোমবার দুপুর ২টা ২০ মিনিটে ওই মুসল্লির মৃত্যু হয়। মৃত মুসল্লি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের আজিজুর রহমান (৭২)।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ময়দানের ওজুখানার পাশে নির্ধারিত স্থানে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন আজিজুর রহমান।
প্রসঙ্গত, টঙ্গীর ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। ২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ জোড় ইজতেমা।আগামী বছর জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

Print Friendly, PDF & Email

Explore More Districts