ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান – DesheBideshe

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান – DesheBideshe

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদ, ২৯ নভেম্বর – পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম।

ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিল। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে।

এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প আঘাত হেনেছিল। কাশ্মিরকে কাঁপিয়ে দেওয়া ওই ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

অপরদিকে বেলুচিস্তানে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প আঘাত হানে ২০২৪ সালের ১ অক্টোবর। মধ্যরাতে হওয়া ৫ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছিলেন। এছাড়া অনেক বাড়িঘর ধসে পড়েছিল। বিশেষ করে কাঁচা বাড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ নভেম্বর ২০২৫



Explore More Districts