চট্টগ্রামের ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবকের মৃত্যু – দৈনিক আজাদী

চট্টগ্রামের ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবকের মৃত্যু – দৈনিক আজাদী

চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ ইয়াসিন (১৫) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে মৃত্যু হয়েছে।

২৯ নভেম্বর (শনিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরা ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির করিমের ১ম স্ত্রীর সন্তান।

বিলুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন- চট্টগ্রাম থেকে যুবকটির নিহতের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করেছি। কিন্তু বাড়িতে তার পিতা মাতা কাউকে পাওয়া না যাওয়াতে নিহতের চাচা এবং নানার বাড়ির সাথে কথা বলে লাশ এনে দাফন সম্পন্ন করার জন্য বলেছি।

এ ব্যাপারে আব্দুর রহমান টেন্ডল বাড়ির সর্দার মো: মুছা বলেন- নিহতের মা ইয়াসিন ছোট বেলায় থাকা অবস্থায় মারা গেছে। তার পিতা এলাকায় থাকেনা, খোঁজও পাওয়া যাচ্ছেনা। তার নানার বাড়ি এবং চাচাদের নিয়ে লাশ আমরা দাফনের সিদ্ধান্ত নিয়েছি।

পতেঙ্গা থানার এস আই মো: বেলায়েত বিষয়টি নিশ্চিত করে জানান- নিহত ইয়াসিন বাসে এসিস্ট্যান্ট এর কাজ করতো। সে ফ্লাইওভারে বাসে করে উঠার সময় মাথা দরজার বাইরে রাখাতে ফ্লাইওভারের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মারা যায়। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Explore More Districts