টঙ্গীতে হা-মীম গ্রুপের এক শ্রমিকের মৃত্যু, আতঙ্কে অসুস্থ ৩০ – Daily Gazipur Online

টঙ্গীতে হা-মীম গ্রুপের এক শ্রমিকের মৃত্যু, আতঙ্কে অসুস্থ ৩০ – Daily Gazipur Online

নাসির উদ্দীন বুলবুল: টঙ্গীতে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান সিসিএল-৩ নামের পোশাক কারখানায় এক শ্রমিক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের টঙ্গী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানান, কয়েক দিন আগে হঠাৎ অজ্ঞান হয়ে আমাদের এক শ্রমিক মারা যায়।
আজকেও একজন মারা গেছে। এই খবরে অনেকেই অজ্ঞান হয়ে যায়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রোমানা হক বলেন, হা-মীম গ্রুপের ১২ জন শ্রমিক ভর্তি হয়েছেন। আরো অনেকে আসছেন।
এসব রোগী আতঙ্কিত হয়ে অজ্ঞান হন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন তানিয়া (২১), সুমি (২৫), শারমিন (২৪) ও ইয়াসমিন (২২)।
এদিকে বিকেল ৪টা পর্যন্ত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১২ জনকে আনা হয়েছে।
তাদের মধ্যে হাসিনা (২৫) ও পারভিনকে (২৬) ভর্তি করা হয়েছে। আরো অসুস্থ শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
টঙ্গী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যাওয়া শ্রমিকরা হলেন মহুয়া (২৮), রুনা (৩৫), সাগরিকা (২৭) মিতাসহ বেশ কয়েকজন।
গত ২৪ নভেম্বর মো. আতিকুল ইসলাম (৩০) নামের হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেডের এক শ্রমিক হঠাৎ অজ্ঞান হয়ে মারা যায়। এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ নেই।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হারুন-অর-রশিদ বলেন, ওই শ্রমিক মৃত্যুর ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি, লাশও আনেনি। আজকের ঘটনায় কয়েক শ্রমিক অসুস্থ হয়েছে, সেখানে পুলিশও গেছে। ঘটনার কারণ তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
এ ব্যাপারে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেডের দায়িত্বশীল কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান জানান, আজ সকালে একজন শ্রমিক স্ট্রোক করে ফ্লোরে পড়ে যায়। ঢাকা মেডিক্যালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েক শ্রমিক অসুস্থ হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts