গাজীপুর পুলিশ কমিশনারের সাথে জামায়াত ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত – Daily Gazipur Online

গাজীপুর পুলিশ কমিশনারের সাথে জামায়াত ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত – Daily Gazipur Online

মো: জসিম জসীম উদ্দিন: গাজীপুরের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী,গাজীপুর মহানগর ও গাজীপুর জেলার নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
জিএমপি হেডকোয়ার্টাস কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী,গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ সভায় মাদক নিয়ন্ত্রণ, জুট ব্যবসার সিন্ডিকেট দমন, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, ছিনতাই ডাকাতি প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। গাজীপুর মহানগর এর শান্তিও নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ , আইন শৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ , জুট সিন্ডিকেট সহ চুরি- ছিনতাই প্রতিরোধে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। শহরকে নিরাপদ ও বাসযোগ্য করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানান।
উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email

Explore More Districts