যশোর আদালতে মিন্টু স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

যশোর আদালতে মিন্টু স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

যশোর আইনজীবী সমিতির সদস্য বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে আদালত ভবনে এ রেফারেন্স অনুষ্ঠিত হয়।

পরে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এম এ গফুর সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, কাজী মনিরুল হুদা, দেবাশীষ দাস, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সৈয়দ সাবেরুল হক সাবু, এম এ লতিফ, রফিকুল আলম পিটু, এস এম শরিফুল আলম মিলন, সোহেল শামীম, আবু বক্কার সিদ্দিক, আব্দুল মজিদ, মনোরঞ্জন কর্মকার, হাবিবুর রহমান হাবিব, ওয়াজিউর রহমান, কামরুজ্জামানসহ অনেকে।

বক্তারা মরহুম বদরুজ্জামান মিন্টুর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেষে মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান।

Explore More Districts