মামুনুর রশিদকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন। তিনি বলেন, স্ত্রীর পক্ষে করা এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যায় শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল তাঁর জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

