সিলেট ও সুনামগঞ্জে চোরাচালানকালে ৪ কোটি ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার ও রোববার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সিলেটের বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকাসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরনের বিদেশি ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। অন্যদিকে, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট এবং পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন আটক ব্যক্তিকে ইয়াবাসহ আইনগত ব্যবস্থার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
