দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রাক নিবার্চনী কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রাক নিবার্চনী কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রাক নিবার্চনী কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



দেওয়ানগঞ্জ সংবাদদাতা : দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রাক নিবার্চনী কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপদেষ্টা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শওকত হায়দার খশরুর সভাপতিত্বে এবং দেওয়ানগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ মুজাহিদুর রহমান আঞ্জুর সঞ্চালনায় আয়োজিত প্রাক নির্বাচনী পরিকল্পনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক চেয়ারম্যান মোঃ মোজামেল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী মলয় কুমার সাহা, সাবেক কমিশনার আলহাজ¦ মোঃ আব্দুল মোতালেব, সাবেক কমিশনার রঞ্জু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ নাসির উদ্দিন আহমেদ, মোকাদ মিয়া সহ অন্যান্য। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও দেওয়ানগঞ্জ পৌর সভা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী কোষাধ্যক্ষ জননেতা এম.রশিদুজ্জামান মিল্লাত দলীয় মনোনয়ন প্রাপ্তিতে অভিনন্দন জানান ও আসছে নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে জয়যুক্ত করার লক্ষে নিরলসভাবে ভোটারদের দারে দারে গিয়ে ভোট আহরণ করে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সামনের নির্বাচনকে সামনে রেখে নানা পরিকল্পনা করা হয়।


Explore More Districts