আমরা মেজরিটি মাইনোরিটি বলতে কিচ্ছু বুঝি না: আমিনুল ইসলাম

আমরা মেজরিটি মাইনোরিটি বলতে কিচ্ছু বুঝি না: আমিনুল ইসলাম

আমরা মেজরিটি মাইনোরিটি বলতে কিচ্ছু বুঝি না: আমিনুল ইসলাম

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, ৫৪ বছর এই এলাকার অনেক মন্ত্রী এমপি হয়েছেন কিন্তু সত্যিকার অর্থে চা শ্রমিকদের মজুরি নিয়ে কেউ কোনো কথা বলেননি। খাসিয়া পুঞ্জির শ্রমিক পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা করেননি এভাবে তারা বৈষম্য করেছেন। এই বৈষম্যর বিরুদ্ধে জামায়াতে ইসলামী লড়বে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সকল নাগরিককে সমান ভাবে দেখতে চাই। আমরা মেজরিটি মাইনোরিটি বলেতে কিচ্ছু বুঝি না, সুতরাং জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কোনো ধরনের শ্রেণী বৈষম্য করা হবে না, সকল নাগরিককে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সম্মান শ্রদ্ধা দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

মাওলানা আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদের সাথে যুদ্ধ করে আমাদের ছাত্র তরুণরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করছে। জুলাই যুদ্ধাদের স্বাধীনতার আজকে বিজয়ের পরে সারা দেশে পরিবর্তনের শ্লোগান তুলেছে আর সেই স্লোগান হচ্ছে “দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই”। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায়।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. ছাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমেদ, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দীন।

Explore More Districts