শনিবার সিলেটের যে যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

শনিবার সিলেটের যে যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

শনিবার সিলেটের যে যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আগামী ২২ নভেম্বর ২০২৫, শনিবার, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিক্রয় ও বিতরণ বিভাগ–৪, বিউবো, সিলেট এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। তবে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

যেসব ফিডারে বিদ্যুৎ থাকবে না
১. পাঠানটুলা ফিডার

বন্ধ থাকবে যেসব এলাকা:
পাঠানটুলা, সুরমা গেট, বিজিবি ক্যাম্প, আনহার ক্যাম্প, তারাপুর, শ্রাবণী, নিকুঞ্জ লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেটসহ পার্শ্ববর্তী সব এলাকা।

২. মেডিকেল এক্সপ্রেস ফিডার

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট নার্সিং কলেজ ও হোস্টেলসহ আশপাশের সব এলাকা।

৩. বিমানবন্দর ফিডার

লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা ভিলা, মদিনা টাওয়ার, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও সংলগ্ন এলাকা।

৪. আদমশাহ ফিডার

কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, মদিনা মার্কেট, পনিটুলা, পাঠানটুলা, লন্ডনী রোডসহ আশপাশের এলাকা।

৫. দরগাশরীফ ফিডার

নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজসেবা অধিদপ্তরসহ আশপাশের এলাকা।

৬. নতুনবাজার ফিডার

নোয়াপাড়া, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মদী আবাসিক এলাকা, দুর্সকি ভাটা বাজার, উপরপাড়া, কোরবারটিলা ও পার্শ্ববর্তী এলাকা।

বিউবো–৪ এর নির্বাহী প্রকৌশলী জানান, জরুরি উন্নয়ন কাজের অংশ হিসেবে এই লাইন নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক ভোগান্তি হলেও ভবিষ্যতে এসব এলাকার বিদ্যুৎ সেবার মান আরও উন্নত হবে।

ডিএস/এমসি

Explore More Districts