সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর প্রথমদিন কর্মদিবস অতিবাহিত  – Sirajganj News 24

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর প্রথমদিন কর্মদিবস অতিবাহিত  – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর প্রথমদিন কর্মদিবস অতিবাহিত করেছেন।   মঙ্গলবার (১৮নভেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তার আসনে অধিষ্ঠিত হওয়ার পূর্বে তাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানান – স্থানীয় সরকার বিভাগ (সিরাজগঞ্জ) উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোছাঃ নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন,  সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত শনিবার (৮নভেম্বর-২০২৫খ্রিঃ) মধ্যে রাতে জন প্রশাসন মন্ত্রণালয় থেকে  জারি করা এক প্রজ্ঞাপনে-সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোঃ আমিনুল ইসলামকে নিয়োগ দেয় অন্তর্বতীকালীন সরকার। তিনি এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ নজরুল ইসলাম”কে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।  কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার আগেই মুহাম্মদ নজরুল ইসলাম’কে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

Explore More Districts