| ১৮ November ২০২৫ Tuesday ১০:৫৬:৫১ PM | |
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের রুপাতলি থেকে বেতাগীর উদ্দেশে ছেড়ে আসা হামদন লিল্লাহ নামের যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রাটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহত ব্যক্তির নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


