ফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল – দৈনিক আজাদী

ফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল – দৈনিক আজাদী

ফটিকছড়িতে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, পেশাজীবী এবং সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে ফটিকছড়ি উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার আওয়ামী দোসরের হাতে রক্তাক্ত হয়েও মাঠ ছেড়ে যাননি। ৫ আগস্টের পর পুরো ফটিকছড়িতে তিনি বিএনপিকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ নানা অপতৎপরতায় তাকে এবার মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। বক্তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি চূড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারকে পুনরায় প্রার্থী করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি মিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

Explore More Districts