জকিগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ

জকিগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ

জকিগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। রাত সাড়ে ১২টার দিকে টহলদল অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৫৭ লাখ ৩০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Explore More Districts