চাঁদপুরের নবাগত ডিসি মো: নাজমুল ইসলামের যোগদান

চাঁদপুরের নবাগত ডিসি মো: নাজমুল ইসলামের যোগদান

চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো: নাজমুল ইসলাম সরকার। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চাঁদপুরে এসে পৌঁছান। ডিসির আগমন উপলক্ষে চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে এক উষ্ণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়।

তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসনের (ভারপ্রাপ্ত) ডিসি ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব শাখা) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, মো. নাজমুল ইসলাম সরকার আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন।

২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম স্থান অর্জনকারী এই কর্মকর্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরেই।

তবে, এর‌ই মধ্যে চাঁদপুরবাসীর মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারা বলছেন, বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা কতোটা পুরণ করতে পারবেন নবাগত জেলা প্রশাসক এটিই এখন জনমনে প্রশ্ন।

প্রসঙ্গত, চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করে বদলি করা হয়েছে। তাঁর নেতৃত্বে চাঁদপুরের প্রশাসনিক কার্যক্রমে যে গতি এসেছে, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

স্টাফ করেসপন্ডেট/
১৮ নভেম্বর ২০২৫

Explore More Districts