শহিদ জয়, যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে রেললাইনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে স্টেশনের রেললাইন এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
যশোর নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা শাখার এসআই খোরশেদ আলম ঘটনাস্থলে ফোর্স নিয়ে গিয়ে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাল টেপের কয়েকটি অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে কেউ আহত হয়নি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে.এম. রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে রেললাইনের আশপাশে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করে পালিয়েছে।’ তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর অভয়নগর থানার ওসি কে.এম. রবিউল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলওয়ে পুলিশ এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

