চৌগাছায় বিএনপি প্রার্থী পরিবর্তন চেয়ে সমাবেশ ও মিছিল

চৌগাছায় বিএনপি প্রার্থী পরিবর্তন চেয়ে সমাবেশ ও মিছিল

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় বিএনপির প্রার্থী পরিবর্তন দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টারপ্রেসক্লাব চত্বরে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ করা হয়েছে।

পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসার সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলীয়ারে সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, সহ-সভাপতি হুসাইন আমহেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও মতিউর রহমান মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক
আতিয়ার রহমান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু ছার, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আলী আকবার, সাধারণ সম্পাদক কবীর উদ্দিন বাবলু, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মহিদুল ইসলাম,ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালাম, বিএনপি নেতা মজনুর রহমান, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক আরিফ হোসেন অপু,

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, এম ইলিয়াস আলী, শিমুল রহমান, নাজমুল ইসলাম, কৃষক দলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, ইমরান হোসেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রোবায়েত সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবীতে মিছিল বাজার প্রদক্ষিণ করেন।

Explore More Districts