নাজিরপুর আ.লীগ নেতা দীপ্তেন মজুমদার গ্রেপ্তার

নাজিরপুর আ.লীগ নেতা দীপ্তেন মজুমদার গ্রেপ্তার

১৬ November ২০২৫ Sunday ৮:৫৬:২১ PM

Print this E-mail this


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

নাজিরপুর আ.লীগ নেতা দীপ্তেন মজুমদার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা দীপ্তেন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দীপ্তেন মজুমদার মাটিভাংগা ইউনিয়নের দিঘির জান এলাকার মৃত মনীন্দ্র নাথ মজুমদারের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর শহীদ জননী মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নাজিরপুর থানার একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts