বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার, চলাচল শুরু

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার, চলাচল শুরু

১৭ November ২০২৫ Monday ১২:৩৭:৩৯ AM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার, চলাচল শুরু

গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচারের আশ্বাসে বরিশাল-ঢাকাসহ অন্যান্য রুটে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

দিনভর বন্ধ থাকার পর রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় চালু হয়েছে বরিশাল-ঢাকা রুটে বাস চলাচল। এ সময় একযোগে দূরপাল্লার ১১ টি রুটের বাস চলাচলও শুরু হয়।
 

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন জানান, সরকারি বিএম কলেজের অধ্যক্ষের আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরতে সম্মত হয়েছেন। এর ফলে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় বাস ভাড়া কমানো নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর বিএম কলেজের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকদের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রোববার ভোর থেকে কেন্দ্রীয় নতুল্যাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।

দিনভর উত্তেজনা ও থমথমে পরিস্থিতির পর সন্ধ্যায় বাস মালিক কর্তৃপক্ষ, বিএনপি নেতা ও বিএম কলেজ শিক্ষকদের যৌথ আলোচনা শেষে বিএম কলেজ অধ্যক্ষ ড.শেখ তাজুল ইসলাম ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নেবার আশ্বাস দিলে বাস মালিক ও শ্রমিকরা পুনরায় বাস চলাচল আরম্ভ করতে সম্মত  হন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts